তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের নির্বাচনী পথসভা ও গণসংযোগ

ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের নির্বাচনী পথসভা ও গণসংযোগ
[ভালুকা ডট কম : ২২ মার্চ]
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার বলেন, আমি কারো ব্যক্তি বিশেষের প্রার্থী নয়, জনগনের মনোনীত প্রার্থী। জনগণের মনোনীত প্রার্থী হিসেবে জনগণের কল্যানই আমার রাজনীতি। বিগত ১৯৮৪ সাল থেকে কক্সবাজার পৌরসভা চেয়ারম্যান চার চার বার নিব্র্াচিত হয়ে পৌর এলাকার উন্নয়নে এবং ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতায় এগিয়ে এসেছি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ সহযোগিতা। আগামী ৩১ মার্চ ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত আপনাদের তথা মানুষের মৌলিক অধিকার আদায়ে সুযোগ দিন। শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন উদ্দিন, পৌর কাউন্সিলর চম্পা উদ্দিন, মোস্তফা, নেজাম উদ্দিনসহ এলাকার গণমাণ্য ব্যক্তিবগ।

রোববার বেলা ২টায় কক্সাবাজর পৌর প্রিপ্যারটেরী হাই স্কু মাঠে ঘোড়া মার্কার সমর্থনে অনুষ্ঠিতব্য কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভার সকল নির্বাচনী কর্মীকে এক প্রস্তুতি সভা শনিবার বিকাল ৫টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় আজকের কর্মী সমাবেশ সফলে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আলী জিন্নাত, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসু, কক্সবাজার শহর জাপার সভাপতি কামাল উদ্দিন কামাল, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, যুব জোট নেতা রমজান আলী সিকদার, কমরেড গিয়াস উদ্দিন, আদিবাসী নেতা মংথেহ্লা রাখাইন, কলাতলীর যুব নেতা মোহাম্মদ উর রহমান মাসুদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর চম্পা উদ্দিন, যুব মহিলা লীগের নেত্রী দীপ্তি শর্মাসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। সভায় ঘোড়া মার্কার প্রার্থী নুরুল আবছারকে জয়যুক্ত করতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে চষে বেড়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সকাল ১১টায় ইসলামাবাদ মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশে যোগদান করেন এবং নির্বাচনী প্রচারণা, বেলা ২টায় কক্সবাজারের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগদান, কক্সবাজার শহরের ২ নং ওয়ার্ডের নুনিয়ারছড়া, বিমানবন্দর এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার। এ সময় তিনি এলাকার মেহনতি মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাসপূর্বক তাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের ঘোড়া প্রতীকের সমর্থনে সদর উপজেলার পিএমখালী, পোকখালী, কক্সবাজার শহরের ঘোনারপাড়া, সমিতিপাড়ার একাংশে পথসভা ও ক্যাম্পিং করেছে ভোটাররা। সভায় আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনে সকল বেদাবেদ ভুলে গিয়ে জনদরদী সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের ঘোড়া প্রতীকে জয়ী করার লক্ষে সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই