তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন

ডিমলা আর,বি,আর সরকারি উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন
[ভালুকা ডট কম : ০৭ এপ্রিল]
বিভিন্ন অনিয়মের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার রানী বৃন্দা রানী (আর,বি,আর)সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা রহমান ফ্লোরার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যালয়টির তিনশত শিক্ষার্থী।

সোমবার সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মানববন্ধন কর্মসুচীতে মিলিত হয়। মানববন্ধনে ভারপ্রাপÍ প্রধান শিক্ষকের অযোগ্যতা, নিয়মিত স্কুলে না আসা, শিক্ষকের ক্লাশ মনিটরিং না করা, অ্যাসেম্বলী না হওয়া, নিন্ম মানের টিফিন সরবরাহসহ নানা অভিযোগ ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয়।

বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান আসাদ বলেন মেধা বিকাশে আমরা পড়তে চাই,শিখতে চাই,মানুষের মতো মানুষ হতে চাই। তাই আসাদুজ্জামান আসাদ অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকার কারণে বিদ্যালয়ে লেখাপড়ার মান ক্ষুন্ন হচ্ছে। কম্পিউটার ল্যাব থাকলেও কম্পিউটার না থাকায় কম্পিউটার শিক্ষা এবং বিজ্ঞানাগার থাকলেও না খোলায় ব্যবহারিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।

মানববন্ধন শেষে মহা পরিচালক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। ইউএনও আশরাফুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কর্মসুচী শেষ করেন শিক্ষার্থীরা।

ইউএনও আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্মারকলিপি পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।   এদিকে অভিযোগ অস্বীকার করে রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা রহমান ফ্লোরা জানান, শিক্ষার্থীরা আমার সন্তান। তাদের  ভুল বুঝিয়ে বিদ্যালয়ের কয়েকজন সহকারি শিক্ষক নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের  কর্মসুচী তাদের ইন্ধনে করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

অপর দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান  বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উচ্চ মাধ্যমিকে শারীরিক শিক্ষা আবশ্যিক বিষয় হিসেবে অর্ন্তভুক্তের দাবীতে স্মারকলিপি প্রদান
উচ্চ মাধ্যমিকে শারীরিক শিক্ষা আবশ্যিক বিষয় হিসেবে অর্ন্তভুক্তের দাবীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারীর বিভিন্ন কলেজের শরীর চর্চা শিক্ষকগণ।

সোমবার দুপুরে সারাদেশের কর্মসুচীর অংশ হিসেবে জেলা প্রশাসক  জাকীর হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ কলেজ শরীরচর্চা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি গোলাম ফারুক খান। স্মারকলিপি প্রদানের সময় শরীর চর্চা শিক্ষক ভুবন মোহন তরফদার, শুভঙ্করসহ বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

            



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই