তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় শিক্ষক নিয়োগের দাবিতে ভাঙচুর ক্লাসবর্জন প্রধান শিক্ষক অবরুদ্ধ ও লাঞ্ছিত

নওগাঁয় শিক্ষক নিয়োগের দাবিতে ভাঙচুর ক্লাসবর্জন প্রধান শিক্ষক অবরুদ্ধ ও লাঞ্ছিত
[ভালুকা ডট কম : ১০ এপ্রিল]
নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাসবর্জন, অফিস কক্ষ ভাঙচুরসহ প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। বৃহম্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ে ২০০৭ সালে ইংরেজীর শিক্ষক নরেশ চন্দ্র অবসর গ্রহন করেন। এরপর থেকে ইংরেজী শিক্ষক ছাড়াই ওই বিদ্যালয়ে কার্যক্রম চালছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজী বিষয়ে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হয়ে আসছে। তারা পরীক্ষায় রেজাল্টও খারাপ করে আসছে। শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা দীর্ঘদিন ধরে স্কুলের ইংরেজীর শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে আসছে।

স্থানীয় অভিভাবক আবু হাসানাত মোঃ সামসুজ্জামান বলেন, প্রধান শিক্ষক মখলেছার রহমান ইংরেজী শিক্ষকের স্থলে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসাবে তার এক আত্মীয়কে নিয়োগ দেয়ার জন্য অত্যন্ত গোপনে কার্যক্রম চালাতে শুরু করে। বিষয়টি বৃহস্পতিবার সকালে জানাজানি হলে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ সময় এলাকার অভিভাবকরা ও শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষনা করে স্কুল প্রাংগনে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করে। তারা অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। দুপুরে স্থানীয ক্ষমতাসীন দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মখলেছার রহমান বলেন, স্কুলে সমাজবিজ্ঞান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এক্ষেত্রে ইংরেজীর শিক্ষক নিয়োগ দিতে হলে ম্যানেজিং কমিটির মাধ্যমে আগে ইংরেজীর পদ শূন্য  ঘোষনা করতে হবে। পরে ইংরেজীর শিক্ষক নিয়োগ দেয়া যাবে। তবে সেটি একটু সময়ের ব্যাপার। এক্ষেত্রে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি শুনতে চাচ্ছে না।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই