তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পঞ্চগড় সরকারী এম আর কলেজে অর্নাস ফরম পূরণের বর্ধিত ফি বাতিলের দাবীতে বিক্ষোভ

পঞ্চগড় সরকারী এম আর কলেজে অর্নাস ফরম পূরণের বর্ধিত ফি বাতিলের দাবীতে বিক্ষোভ
[ভালুকা ডট কম : ১২ এপ্রিল]
পঞ্চগড় সরকারী এম আর কলেজে অর্নাস ৩য় বর্ষের ফরম পূরণে, বর্ধিত ফি বাতিলের দাবীতে  বিক্ষোভ করেছে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা। শনিবার ১২ এপ্রিল সকাল ১১ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, পাশ্ববর্তী জেলার অনার্স কলেজগুলোতে ৩য় বর্ষের ফরম পূরণ ফি বাবদ ৩ হাজার টাকা নেয়া হলেও মকবুলার রহমান সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে নেয়া হচ্ছে প্রায় ৪ হাজার টাকা। ফলে দরিদ্র শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। তারা অবিলম্বে এই বর্ধিত ফি বাতিলের দাবী জানায়। অন্যথায় কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। এ জেলার অধিকাংশ মানুষ দরিদ্র। তাই কলেজের শিক্ষার্থীদের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণসহ সকল ফরম পূরণেই বর্ধিত ফি নেয়ায় অভিভাবকরা  হিমশিম খাচ্ছেন। কলেজ উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন প্রধান জানান, সরকারী বিধি মোতাবেক ফরম পূরনের অর্থ নির্ধারন করা হয়েছে। কিছু ছাত্র দীর্ঘ দিন ক্লাশ ও টিউটরিয়াল পরীক্ষায় অংশ গ্রহণ না করায় তাদের ফরম পূরন অনমতি দেয়া হয়নি। বিপদগ্রস্ত এই শিক্ষার্থীরাই ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টায় আন্দোলন করছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই