তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভয়াবহ লোডশেডিয়ের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল মানব বন্ধন-ইউএনও অফিস ঘেরাও

ভয়াবহ লোডশেডিয়ের প্রতিবাদে গৌরীপুরে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল মানব বন্ধন-ইউএনও অফিস ঘেরাও
[ভালুকা ডট কম : ১৭ এপ্রিল]
ভয়াবহ লোডশেডিয়ের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আই.টি ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ‘২৪ঘন্টা বিদ্যুৎ চাই-গ্রাহক হয়রানি চলবে না’ শ্লোগানে  বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী পালন করে।

সমাবেশে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা জানান, একদিকে দেয়া হচ্ছে ভুতুড়ে বিল, অন্য দিকে নেই বিদ্যুৎ। এক ঘন্টায় ১০/১২বার বিদ্যুৎ যাওয়া-আসা এটা লোডশেডিং নয় হয়রানি। আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে, দু’বেলা দু’মোঠা অন্ন সংস্থান হচ্ছে না। বিদ্যুৎ দিন আমাদের সংসার বাঁচান।
সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, আমরা গৌরীপুরবাসীর মোঃ রইছ উদ্দিন, মা-বাবার দোয়া ফটোস্ট্যাটের জাহাঙ্গীর আলম রতন, দোয়েল কম্পিউটার এন্ড ফটোস্ট্যাটের শাহজাহান মিয়া, স্বজন মিডিয়া সেন্টারের মোঃ সেলিম মিয়া, কর্ণফুলী ফটোস্ট্যাটের মোঃ মাসুদ মিয়া, তারা ইলেকট্টনিক্সের শাহজাহান, মোঃ সুমন মিয়া, অনিক ফটোস্ট্যাটের সন্তোষ দেবনাথ, শাপলা ফটোস্ট্যাটের আব্দুস সাত্তার, গোলাম কিবরিয়া, লোটাস কম্পিউটারের সৈয়দ ফরিদ, ইমটেক কম্পিউটারের মোঃ জুয়েল খান, স্মার্ট ভেল্যুর সুমন, ডলফিন ফটোস্ট্যাটের মোঃ জয়দুল্লাহ, দীপ টেলিকমের উত্তম পাল, শাপলা ফটোস্ট্যাট এন্ড কম্পিউটারের মোঃ অলি উল্লাহ, সাগর টেলিকমের মোঃ শফিকুল ইসলাম, স্টার ফটোস্ট্যাটের মোঃ রুমেল মিয়া, ইউনিক স্টুডিও সুজয়, স্বাধীন টেলিকমের তৌহিদুল আমিন তুহিন প্রমুখ।

মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় ২/৩দিন পরে এ অবস্থা থাকবে না। আন্দোলনকারী ব্যবসায়ীরা জানান, শনিবারের মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নতি না হলে রোববার থেকে লাগাতার কঠোর কর্মসূচী নেয়া হবে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই