তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরে শিশু অপহরন,কুড়িগ্রামে উদ্ধার,অপহারক আটক

গাজীপুরে শিশু অপহরন,কুড়িগ্রামে উদ্ধার,অপহারক আটক
[ভালুকা ডট কম : ২৩ এপ্রিল]
গাজীপুর থেকে অপহৃত শিশু তিনদিন পর কুড়িগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম প্রান্ত উরফে কালু (৮)। সে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকার জনৈক আব্দুস সালামের ছেলে ও কোনাবাড়ি রাজিয়া-রোকেয়া কিন্ডাগার্টেন স্কুলের নার্সারী শ্রেনীর ছাত্র। ২৩ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় তাকে গাজীপুরের জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়।

অপহৃতের বাবা আব্দুস ছালাম জানান, তার বাসার নিকট নুরুল ইসলাম নামে এক রাজমিস্ত্রি থাকতেন। ২০ এপ্রিল রোববার বেলা সাড়ে ১২ টায় কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে নুরুল ইসলাম তার ছেলে প্রান্তকে কোমল পানীয় খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। ২১ এপ্রিল মুঠোফোনে তার কাছে ১৫লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, ওইদিন শিশুটির বাবা আব্দুস ছালাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সূত্র ধরে বুধবার রাতে অপহারক নুরুল ইসলামের বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা নালিয়া পাড়া থেকে শিশু প্রান্তকে উদ্ধার করা হয়। এসময় অপহারক নুরুল ইসলামকে (২৪) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই