তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় খরতাপে বোরধানের ব্যাপক ক্ষতিসাধনের আশঙ্কা,কৃষকের মাতায় হাত

ভালুকায় খরতাপে বোরধানের ব্যাপক ক্ষতিসাধনের আশঙ্কা,কৃষকের মাতায় হাত
[ভালুকা ডট কম : ২৩ এপ্রিল]
ভালুকা উপজেলায় অনাবৃষ্টি ও খরতাপে বোরধানের ব্যাপক ক্ষতির সম্মখিন হওয়ার আশঙ্কা করছেন এলাকার বোরধান চাষীরা। এ ভাবে খরতাপ ও অনাবৃষ্টি চলতে থাকলে বোরধান চাষীরা লক্ষ্যমাত্রার চেয়েও কম ফলন হতে পারে। এর ফলে এবার চলতি মৌসুমে বোরধান চাষীদের মাথায় হাত পড়েছে।
 
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা যায়,উপজেলার যে সব এলাকায় ডিপটিউভয়েল,ও সেলু মেশিন দিয়ে সেচ দেওয়া হয়েছে ওই সব এলাকায় কিছু ফলন হতে পারে। যে সব এলাকায় বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে সেচ দিতে হয় ঐ সব এলাকায় ঘনঘন লোড সেডিৎ এর ফলে কৃষকরা সময় মত সেচ দিতে পারেনি বলে অভিযোগ করেন। আর যে সব নিচু এলাকায় বোরধান চাষ করা হয়েছে পানি দেওয়ার কোন ব্যবস্থা নাই,শুধু বৃষ্টির পানির অপেক্ষায় থাকতে হয়, ঐ সে সব এলাকায় এ বৎসর বোরধানের আবাধ করে কৃষকের মাথায় হাত পড়েছে।

উপজেলার মল্লিকবাড়ী,পাচঁগাও, কাতলামারী, ডাকাতিয়া, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, ও রাজৈ,এলাকায় অনাবৃষ্টি ও খরতাপে বোরধানের ব্যাপক ক্ষতিসাধন হতে পারে বলে জানান ওই সব এলাকার বোরধান চাষীরা।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই