তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চাপ প্রয়োগ করে হলেও তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের দাবি-দিলিপ বড়ুয়া

চাপ প্রয়োগ করে হলেও তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের দাবি-দিলিপ বড়ুয়া
[ভালুকা ডট কম : ২৪ এপ্রিল]
প্রমত্তা তিস্তা সহ  অভিন্ন ৫৪টি নদী অস্তিত্ব হারাচ্ছে মন্তব্য করে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া বলেছেন, বর্তমান দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখন তিস্তার পানি হিস্যার চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ঠিক তখন বাংলাদেশ ভারতের মধ্যে  সুসম্পর্ক নষ্ট করতে দেশী ও বিদেশী একটি  মহল  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ফলে তিস্তা চুক্তি সম্পাদন করা যাচ্ছে না।  ফলে  উজানে নদীর পানি একতরফা প্রত্যাহার করায় প্রমত্তা তিস্তা আজ একটি মরা নদীতে পরিনত হয়েছে।

তিনি বলেন, ১৯৮৩সালে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তার ৩৬শতাংশ বাংলাদেশ, ৩৯শতাংশ ভারত এবং ২৫শতাংশ পানি সংরক্ষিত রাখার কথা থাকলেও অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি অথচ ২০১১সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি চুক্তি চুড়ান্ত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে তিস্তা ব্যারাজ থেকে ৬ কিলোমিটার অদুরে তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদীর ভাটি নীলফামারীর ডিমলা উপজেলার  ঝুনাগাছ চাঁপানী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে সাম্যবাদী দল নীলফামারী জেলা শাখার আয়োজনে তিস্তাপাড়ের মানুষের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্যবাদী দল নীলফামারী জেলা শাখার আহবায়ক কমরেড ডাঃ মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে সমাবেশে সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য কমরেড বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য কমরেড এ্যাড. বীরেন সাহা, কেন্দ্রীয় নেতা সাইমুম হক, রংপুর জেলা নেতা ফরিদুল ইসলাম ফরিদ, বাংলাদেশ যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মুশাহিদ আহমেদ, বাংলাদেশ ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান মিঠু, ছাত্র আন্দোলন নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রাক্তন মন্ত্রী দিলিপ বড়ুয়া বলেন, প্রাকৃতিক ভাবে প্রবাহিত নদীতে মানুষের অবাঞ্চিত হস্তক্ষেপে তিস্তা আজ ধু ধু বালুচরে পরিণত হয়েছে। তিস্তার উজানে ভারতের মাটিতে গজলডোবা বাঁধের সবগুলো গেইট বন্ধ করে দেওয়ায় পানি শুণ্য হওয়ায় সেচ প্রকল্পের লাখ লাখ কৃষকের মাথায় হাত পড়েছে। পানি না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এর প্রভাব দারুন ভাবে পড়ছে। ভারত সরকারকে চাপ প্রয়োগ করে হলেও তিস্তা চুক্তি সম্পাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান দিলিপ বড়ুয়া।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই