তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিতে গিয়ে তিন জন জেলহাজতে

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিতে গিয়ে তিন জন জেলহাজতে
[ভালুকা ডট কম : ২৮ আগস্ট]
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিজ বাড়িতে গ্যাস সংযোগের জন্য মাটি খননের সময় মাটিকাটা দুই শ্রমিকসহ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ আগস্ট বৃহস্পতিবার ভোরে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় মৃত শামসুদ্দীনের ছেলে ওসমান ফকির (৩৫), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ী গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে দিনমজুর রানা মিয়া (৩০) ও রনি মিয়া (১৮)। শ্রমিকেরা ওসমান ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ জানান, ২৭ আগস্ট বুধবার দিবাগত রাতে স্থানীয় ওসমান ফকির ও তার প্রতিবেশী আব্দুর রশীদের স্ত্রী রীনা আক্তারের বাড়িতে গ্যাস সংযোগের জন্য কয়েকজন শ্রমিক নিয়ে মাটি খননের কাজ শুরু করেন। রাতভর চলছিল ওই খনন কাজ। ২৮ আগস্ট বৃহস্পতিবার ভোরে বিষয়টি গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান ও স্থানীয় ভাওয়াল গড় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরকারকে জানান। পরে তারা পুলিশ ও তিতাস গ্যাস অফিসে ওই খবর জানান। খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোকসেদুর রহমান বাদী হয়ে অবৈধ গ্যাস সংযোগ চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃতদের নামে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই