তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হিংসা,হত্যা,সাম্প্রদায়িকতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

হিংসা,হত্যা,সাম্প্রদায়িকতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
[ভালুকা ডট কম : ২৯ আগস্ট]
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, হিংসা, হত্যা, সাম্প্রদায়িকতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগন। এদেশের মাটিতে ওই স্বাধীনতা বিরোধীদের আর কোন স্থান নেই। শুক্রবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নে কালীতলা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

 তিনি বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ধারায় আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হচ্ছে। প্রজম্মকে আলোকিত করে গড়ে তুলতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার উন্নয়নে  বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্পায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের ধারা এগিয়ে চলছে। কিন্তু ওই মৌলবাদি এবং স্বাধীনা বিরোধী চক্র দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানা পায়তারা শুরু করেছে। এমন পায়তারা প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

শিক্ষক ও অভিভাকদের উদ্যেশ্যে মন্ত্রী বলেন, সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মানবিক গুনাবলীর বিকাশ ঘটিয়ে প্রকৃত অর্থে জ্ঞানী করে গড়ে তুলতে হবে। বিভিন্ন বই পড়া, সংস্কৃতি চর্চ্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় নয়, জীবনের পরীক্ষায় যাতে পাশ করতে পারে সেভাবে গড়ে তুলতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, ওই দ্যিালয়ের শিক্ষক সুধীর রায় প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই