তারিখ : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বন্যায় রংপুর কৃষি অঞ্চলে সাড়ে ৪৫ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট

বন্যায় রংপুর কৃষি অঞ্চলে সাড়ে ৪৫  হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট
[ভালুকা ডট কম : ৩১ আগস্ট]
রংপুর কৃষি অঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিস্তা (ডালিয়া ও কাউনিয়া), ব্রহ্মপুত্র (নুনখাওয়া) ধরলা সেতু পয়েন্টে নদীগুলোর পানি গত দুই দিন ধরে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোড সুত্র রবিবার জানায়।

তবে গত দুই সপ্তাহ বানের পানিতে ডুবে থাকায় ৪৫ হাজার ২৮৩ হেক্টর জমির বিপুল পরিমান রোপা আমন, বীজতলা,আউশ ও শাক সব্জী ক্ষেত সম্পূর্ণ পঁচে নষ্ট হয়ে গেছে। তবে এই ক্ষতির পরিমান বাড়তে পারে।

রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কমল কুমার সরকার রবিবার জানান গত দুই সপ্তাহের বন্যায় রংপুর কৃষি অঞ্চলের ৫ জেলায় ৪৪ হাজার ২৮৩ হেক্টর রোপা আমন, ৬৮০ হেক্টরের আমন বীজতলা,১৫৬ হেক্টরের আউশ ধান ও ৬৪৩ হেক্টরের বিভিন্ন শাক সব্জীর ক্ষেত।

এর মধ্যে নীলফামারীতে ১ হাজার ৪২০ হেক্টর রোপা আমন, কুড়িগ্রামে ৩৭ হাজার ৯১৮ হেক্টর রোপা আমন,৫৬৬ হেক্টর আমনের বীজতলা,৫৬ হেক্টর আউশ ধান, ৫৪৩ হেক্টর বিভিন্ন শাক সব্জী,গাইবান্ধায় ৩ হাজার ১০৫ হেক্টর রোপা আমন,১২৪ হেক্টর আমন বীজতলা, একশত হেক্টর আউশ ধান, ১শত হেক্টর বিভিন্ন শাক সব্জী ক্ষেত,রংপুরে ৫৯০ হেক্টর রোপা আমন ও লালমনিরহাটে ১ হাজার ২৫০ হেক্টর রোপা আমন ক্ষেত রয়েছে।

সুত্র মতে প্রাথমিকভাবে জেলা গুলো থেকে পাঠানো ফসলের এই ক্ষতির পরিমানের হিসাব পাওয়া গেলেও তা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া  ক্ষতিগ্রস্থ কৃষকদের নামের তালিকা প্রনয়নের কাজ চলছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই