তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চাঁদাবাজির অভিযোগে নওগাঁর মহাদেবপুরে হাতী ও মাহুত আটক

চাঁদাবাজির অভিযোগে নওগাঁর মহাদেবপুরে হাতী ও মাহুত আটক
[ভালুকা ডট কম : ৩১ আগস্ট]
হাতী দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নওগাঁর মহাদেবপুরে মহুতসহ একটি হাতী আটক করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে একটি টহলটিম শনিবার দুপুরে ঘটনাস্থলে যায়। অভিযোগের সত্যতা প্রাপ্তি সাপেক্ষে থানা পুলিশের সহায়তায় মহাদেবপুর বাজার এলাকা থেকে হাতী ও মাহুতকে আটক করা হয়। পরে ট্রাকযোগে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হাতী ও মাহুতকে আনা হয়।

আটককৃত মাহুত বগুড়ার মহাস্থানগড় পূর্বপাড়ার মৃত আবুল কাশেমের পুত্র নুর ইসলাম। তার দেয়া তথ্যমতে হাতীর মালিক মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার মোঃ আতিকুর রহমান।  তার নিকট হতে বগুড়ার কাহালু উপজেলার মামুনুর রশিদ নামক ব্যক্তি সার্কাসে প্রদর্শনের জন্য হাতীটি ভাড়ায় নিয়ে আসেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৩৬ (২) অনুযায়ী ইহা দন্ডনীয় অপরাধ। তাছাড়াও মাহুতের বিরুদ্ধে মহাদেবপুর বাজার এলাকায় হাতী দ্বারা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।

বর্তমানে হাতী ও মাহুতকে উক্ত বনবিভাগের নিয়ন্ত্রনে রাজশাহীস্থ পবা নার্সারী কেন্দ্রে রাখা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই