তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখোঁজ

গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখোঁজ
[ভালুকা ডট কম : ০১ সেপ্টেম্বর]
গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ৩১ আগষ্ট রোববার সকাল ৭টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এব্যপারে ১ সেপ্টেম্বর সোমবার প্রধান শিক্ষকের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন।

থানায় দায়ের করা ডায়েরী সূত্রে জানা যায়, স্কুলে অডিট আছে বলে রোববার সকাল ৭টায় তিনি বাসা থেকে বের হন। কিন্তু দুপুর পর্যন্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপস্থিত না হওয়ায় স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বাড়ীতে যোগাযোগ করা হলে তাদেরকে জানানো হয় তিনি স্কুলের কথা বলে সকাল ৭টায় বাড়ী থেকে বের হয়েছেন।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান জানান, প্রধান শিক্ষক গত দু’দিন যাবত অজ্ঞাত কারণে স্কুলে অনুপস্থিত রয়েছেন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আতাহার আলী জানান, প্রধান শিক্ষক রোবার সকালে স্কুলে আসতে বিলম্ব হওয়ায় তার বাড়ীতে লোক পাঠিয়ে খবর নেওয়া হয়। ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় স্কুলের কথা বলে সকাল ৭টায় বাড়ী থেকে বের হয়েছেন। কিন্তু তিনি স্কুলে আসেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন-উল কাদির জানান, প্রধান শিক্ষকের পরিবারের পক্ষে তার স্ত্রী বাদী হয়ে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। তবে ডায়েরীতে কারো নাম উল্লেখ করা হয়নি। আমরা প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ শিক্ষকের খোঁজ নেওয়ার চেষ্টা করছি।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই