তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চাকরিতে পুর্ণবহালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিনা নোটিশে স্বাস্থ্য বিভাগের চাকুরীচ্যুত ইমুনাইজেশন ওয়ার্কারদের চাকরিতে পুর্ণবহালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
[ভালুকা ডট কম : ০১ সেপ্টেম্বর]
বিনা নোটিশে স্বাস্থ্য বিভাগের চাকুরীচ্যুত কমিউনিটি এমসিএইচ এন্ড ইমুনাইজেশন ওয়ার্কারদের চাকরিতে পুনবহালের দাবিতে সোমবার কাচারী বাজার গাইবান্ধা প্রেসক্লাব সম্মুখ সড়কে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালন করা হয়।

ইমুনাইজেশন ওয়ার্কার গঠিত সংগ্রাম কমিটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলায় কর্মরত ৪৪ জন চাকরিচ্যুত কর্মচারী এই কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন মো. মাছুম খান, আঙ্গুর মিয়া, সৈয়দ রুহুল কুদ্দুস, হুয়াল হিমু, আব্দুর রউফ মিয়া, আফরোজা খাতুন, সাহেরা খাতুন, ইয়াছমিন, সকিনা খাতুন, রাজিয়া সুলতানা,মাধুরী বেগম, সিগ্ধা রাণী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক চাকরিচ্যুত কর্মচারীরা মিছিল করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করে। এছাড়া জেলার ৫ জন জাতীয় সংসদের কাছে স্মারকলিপি ডাকযোগে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১২ সালের ৩০ জুনের মধ্যে কমিউনিটি এমসিএইচ এন্ড ইমুনাইজেশন ওয়ার্কার পদে নিয়োগ প্রাপ্ত হয়ে দেশের ১৩টি জেলায় এসমস্ত কর্মচারীরা মাতৃমৃত্যু, শিশু মৃত্যু নির্ধারিত মাত্রায় নামিয়ে আনতে জনগোষ্ঠীকে কার্যকর সেবা প্রদান করে আসছিল। এছাড়া বাংলাদেশ সরকার গৃহীত সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর অধীনে ৯টি মারাত্মক রোগের টিকা প্রদান করে এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলার এমডিজি অর্জনের দোরগোড়ায় পৌঁছাইতে সহায়তা প্রদান করছিল। কিন্তু সম্প্রতি দেশের গাইবান্ধা, নীলফামারী, ভোলা, মৌলবিবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪৭ জনকে অজ্ঞাত কারণে দেড় মাসের বেতনভাতা পরিশোধ না করেই বিনা নোটিশে উর্দ্ধতন কর্তৃপক্ষ ১৫ আগষ্ট টেলিফোনে তাদের চাকরিচ্যুত করেন।  ফলে চাকরিচ্যুত এই স্বল্প বেতনভূক্ত কর্মচারিরা এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই