তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

উত্তরা ইপিজেডে চীনা নাগরিককে অপসারন সহ ১০দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা ইপিজেডে চীনা নাগরিককে অপসারন সহ ১০দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
[ভালুকা ডট কম : ১৮ অক্টোবর]
উত্তরা ইপিজেডে সনিক বাংলাদেশ লিমিটেডে নারী শ্রমিকদের উপর নির্যাতনকারী প্রোডাকশন ম্যানেজার চীনা নাগরিক চ্যাও কে অপসারন সহ ১০ দফা দাবি আদায়ে ওই কোম্পানীর প্রায় দুই হাজার নারী পুরুষ শ্রমিক শনিবার সকাল থেকে ইপিজেডের জেনারেল ম্যানেজারে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শ্রমিকরা জানায় বিভিন্ন উন্নতমানে শিশুদের খেলনা ও পুতুল তৈরী করা হয় চায়নার মালিকাধীন সনিক বাংলাদেশ লিমিটেডে। কোম্পানীটির প্রোডাকশন ম্যানেজার চীনা নাগরিক চ্যাও নারী শ্রমিকদের উপর খারাপ দৃষ্টি দিয়ে শরীরে হাত দেয়। শুক্রবার এক নারী শ্রমিকের সরাসরি শ্লীলতাহানী ঘটনায়। এ ছাড়া শ্রমিকদের কোথায় কোথায় মারপিট করেন। এ ছাড়া মাতৃত্ত্বকালিন ছুটি ও ভাতা প্রদান না করে ওই গর্ভধারী নারী শ্রমিককে সরাসরি চাকুরীচ্যুত করা হয়। গত ১ মাস আগে বিনা কারনে শতাধিক শ্রমিককে চাকুরীচ্যুত করে। বেপজার নিয়মানুযায়ী শিক্ষানবিশ ও স্থায়ী শ্রমিকদের মাসিক মজুরী এবং ওভার টাইম প্রদান করা হয়না। তাই তারা নারী শ্রমিক নির্যাতনকারী  চ্যাও কে অপসারন সহ তাদের ১০ দফা দাবি আদায়ে শনিবার কাজে যোগদান না করে আন্দোলনে নামতে বাধ্য হয়।

ইপিজেড জুড়ে শ্রমিকদের বিক্ষোভ প্রর্দশনে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ছুটে গিয়ে তা নিয়ন্ত্রনে আনে।পরে উক্ত কোম্পানীর জেনারেল ম্যানেজার চীনা নাগরিক প্লো-র পক্ষে কোম্পানীর সহকারি সুপারভাইজার হাসিবুল ইসলাম ২৪ ঘন্টার মধ্যে চ্যাও কে অপসারন এবং শ্রমিকদের দাবি পুরনের আশ্বাস প্রদান করলেও শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেনা বলে জানিয়ে তারা দুপুর দেড়টায় নিজ নিজ বাড়ি ফিরে যায়।

বেপজার উত্তরা ইপিজেডের কর্মারশিয়াল ম্যানেজার শ্যামল চন্দ্র জানান ওই কোম্পানীটি বেপজার নিয়মানুযায়ী শ্রমিকদের কি কি সুবিধা থেকে বঞ্চিত করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন নারী শ্রমিকদের উপর নির্যাতনের বিষয়টি লিখিত অভিযোগ পেলে বেপজা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবে। নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই