তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৫

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৫
[ভালুকা ডট কম : ২০ অক্টোবর]
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশের একটি দল।

২০ অক্টোবর সোমবার ভোর রাত ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত দুই ঘন্টাাব্যাপী এ অভিযান পরিচালিত হয় এবং মাটির নিচ থেকে ৩৬ ড্রাম ভর্তী দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মদ তৈরী ও বিক্রির অভিযোগে দুই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো সোনাব গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র নিতু বর্মন (৩৫), অমূল্য চন্দ্র বর্মনের পুত্র গোপাল চন্দ্র বর্মন (৬০), বাদশা মিয়ার পুত্র রফিক মিয়া (২৮), পলাশ বর্মনের স্ত্রী কাঞ্চন মালা রানী (২৭) এবং রমিজ ঢালীর স্ত্রী রানী বেগম (৪৫)।  

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ভোর রাতে সোনাব গ্রামে অভিযান চালানো হয়। স্থানীয় মামুন ঢালী ও আতিক ঢালীর সহযোগীতায় গ্রেপ্তাকৃতরা দীর্ঘদিন যাবত এ এলাকায় মদ তৈরী, বিক্রি ও বিভিন্ন এলাকায় সরবারাহ করে আসছে। অভিযান পরিচালনার সময় মূল হোতা আতিক ঢালীর বাড়ীর মাটির নিচ থেকে ১২ ড্রাম এবং মামুন ঢালীর বাড়ী থেকে ৫ ড্রাম, নিতু বর্মনের বাড়ী থেকে ১২ ড্রাম, রানী বেগমের বাড়ী থেকে ৭ ড্রামসহ মোট ৩৬ টি ড্রামে দুই হাজা লিটার চোলাই মদ উদ্ধারকরা হয়। তবে অভিযান পরিচালনার সংবাদ পেয়ে মূল হোতা আতিক ঢালী ও মামুন ঢালী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আজ সোমবার গাজীপুর আদালতে হাজির করা হবে।    



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই