তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জাতীয় বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অন-লাইনে প্রবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অন-লাইনে প্রবর্তন
[ভালুকা ডট কম : ২০ অক্টোবর]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত রেজিস্ট্রেশন কার্ড অন-লাইনে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি কিংবা শিক্ষার্থী কারোই দূর-দূরান্ত থেকে ব্যক্তিগতভাবে গাজীপুর ক্যাম্পাসে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড যাতে সংগ্রহ করতে না হয় সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

রেজিস্ট্রেশন কার্ড সংক্রান্ত তথ্যের জন্য নির্দিষ্ট ওয়েব link  এ যেতে হবে। বাংলাদেশে এই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছবি ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত রেজিস্ট্রেশন কার্ড অন-লাইনে প্রচলনের ব্যবস্থা হলো বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ সোমবার এ ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূইয়া (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাউন্টস্), মুমিনুল ইসলাম পরিচালক, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) দফতর এবং শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ ও তথ্য প্রযুক্তি নির্ভর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করে একে ঢেলে সাজানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সঙ্গে অন-লাইনে রেজিস্ট্রেশন কার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শিক্ষার সার্বিক উন্নয়নে এ ব্যবস্থা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ওয়েব link

www.nu.edu.bd/admissions/regicard



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই