তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগরে সংখ্যালঘুদের উপড় মারপিট,লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা,গ্রেফতার- ১

রাণীনগরে সংখ্যালঘুদের উপড় মারপিট,লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা,গ্রেফতার- ১
[ভালুকা ডট কম : ২১ অক্টোবর]
নওগাঁর রাণীনগরে সংখ্যালঘুদের বাড়ী  ঘরে হামলা চালিয়ে ভাঙ্চুর, মারপিট, লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানীর  অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ৪/৫ মাস আগে উপজেলার উপজেলার হরিপুর গ্রামের গোপাল চন্দ্র প্রাং তফশীল ভুক্ত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল ও বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী প্রদর্শনের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর আমগ্রামের মৃত-আব্দুল জব্বার ওরফে মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল খালেকের বিরুদ্ধে আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। উক্ত মামলার জের ধরে গত সোমবার সকাল অনুমান ১০টায় আব্দুল খালেক ও তার দলবল লাঠিসোঠা, লোহার রড, কুড়াল ও হাসুয়া নিয়ে গোপাল চন্দ্রের বাড়ী-ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ী মারপিট, ভাংচুর, স্বর্ণের গহনা-টাকা লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানী করে। এ ঘটনায় মহিলাসহ ৭ জন গুরুত্বর আহত হয়। আহতরা নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে গোপাল চন্দ্রের ছেলে রুপচাঁদ চন্দ্র বাদী হয়ে আজ ২১ অক্টোবর মঙ্গলবার রাণীনগর থানায় আব্দুল খালেকসহ ২৩ জন নামীয় ও আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামী জামাল (৩৭)কে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কমার জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই