তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

টঙ্গীতে উদ্ধার হওয়া ইয়াবায় ১’শ পিসের গড়মিল ! দু’যুবক গ্রেপ্তার

টঙ্গীতে উদ্ধার হওয়া ইয়াবায় ১’শ পিসের গড়মিল ! দু’যুবক গ্রেপ্তার
[ভালুকা ডট কম : ২২ অক্টোবর]
টঙ্গীর কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে ২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ এক হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু মামলায় উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ১০০ পিস কম দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-ঢাকার উত্তরখান থানার ভূঁইয়া বাড়ির আবুল হোসেন ভূঁইয়ার ছেলে শাহ আলম (২৬) ও ময়মনসিংহের কোতোয়ালী  থানার শেওড়া এলাকার মৃত শহর আলীর ছেলে খোকন মিয়া (৩৮)।

টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশ টঙ্গীর নতুন বাজার কেরানীর টেক এলাকায় অভিযান চালায়। এসময় বিক্রিকালে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। এ ব্যাপারে টঙ্গী থানার উপ-পরিদর্শক অচিন্ত কুমার দে বাদি হয়ে রাতেই মামলা করেছেন।

এদিকে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, এক হাজার পিস নয়, এক হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। কম দেখানোর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ‘যারা উদ্ধার করেছে ওই হালারা বোধ হয় ইয়াবা খায়, ১’শ পিস মনে হয় সরাইয়া ফেলাইছে। আমি জানি এক হাজার ১’শ পিস ইয়বা উদ্ধার হয়েছে। আর মামলায় দেখানো হয়েছে এক হাজার পিস ইয়াবা, বিষয়টি আমি দেখবো’।

টঙ্গী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী অচিন্ত কুমার দে ও থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ওই অভিযানে অংশ নিয়েছিলেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই