তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ধর্ষন মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টায় মেতেছে শার্শার একটি কুচক্রি মহল

ধর্ষন মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টায় মেতেছে শার্শার একটি কুচক্রি মহল
[ভালুকা ডট কম : ২৩ অক্টোবর]
একটি ধর্ষন মামলাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা মেতেছে দক্ষিন শার্শার একটি কুচক্রি মহল। মহলটির আক্রোশের ফলে নিরিহ মানুষ ফাঁসতে পারে বলে মনে করছে এলাকার সচেতন মহল।

ঘটনার বিবরনে জানা যায়, গত মঙ্গলবার রাতে শার্শার উলাশী-কুচেমোড়া এলাকায় ছিনতাইকারীরা ভাইকে বেধে রেখে এক গৃহবধুকে মাঠের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদি হয়ে শার্শা থানায় এক জনের নাম উল্লেখ করে মামলা করেছে।ধর্ষিতা গৃহবধু এবং তার ভাই পুলিশ ও সাংবাদিকদের হাতকাটা রাজুর নাম উল্লেখ করে বলেন, রাজু ও মিলনের নাম ধর্ষকরা বারবার বলছিল।

ধর্ষিতা গৃহবধুর ভাই আলি হোসেন এজাহারে উল্লেখ করে শার্শা থানায় মঙ্গলবার একটি মামলা করলেও একটি কুচক্রি মহল যশোরের কতিপয় সাংবাদিকের কাছে কয়েকজনের নাম উল্লেখ করে। যা এজাহারে উল্লেখ নেয়। দুটি পত্রিকায় ঐ মহলটির দেয়া নাম উল্লেখ করে নিরিহ মানুষ ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় সচেতন মহল।

একটি সংশ্লিষ্ট সুত্র জানায়, যারা ধর্ষিতা ও তার ভাইকে উদ্ধার করেছে তাদেরকে ফাঁসাতে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারীদের গডফাদাররা।এদিকে এলাকাবাসী জানান, পুলিশী অভিযানের আগেই ধর্ষক রাজু এলাকা ছেড়েছে।

শার্শা থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, ধর্ষনের ঘটনায় মামলার বাদি ও ধর্ষিতা হাতকাটা রাজু নামের এক ধর্ষককে চিহ্নিত করেছে। মামলার বর্ননায় উল্লেখিত ব্যক্তিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। কোন মহল কাউকে ফাসানোর চেষ্টা করে লাভ হবে না। রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে যে নাম বেরিয়ে আসবে তারাই এ মামলার আসামী হবে। #




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই