তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরে কেমিক্যাল কারখানার গ্যাসে অর্ধশতাধিক পোষাক শ্রমিক অসুস্থ্য

গাজীপুরে কেমিক্যাল কারখানার গ্যাসে অর্ধশতাধিক পোষাক শ্রমিক অসুস্থ্য
[ভালুকা ডট কম : ২৯ অক্টোবর]
গাজীপুর মহানগরে একটি কেমিক্যাল কারখানার পাইপ ফেটে নির্গত গ্যাসে পাশ্ববর্তী একটি পোষাক করাখানার অর্ধশতাধিক শ্রমিক ও এলাকাবাসি অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্যদের করমতলার ক্রিস্টিয়ান হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। বুধবার বিকেলের দিকে পূবাইলের করমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, বেলা সাড়ে তিনটার দিকে করমতলা এলাকার অপসোনিন গ্রুপের ক্রিসেন্ট কেমিক্যাল কারখানার গ্যাস পাইপ ফেটে যায়। ওই পাইপ থেকে নির্গত গ্যাসে পার্শ্ববর্তী ভার্চুয়াল নীট কারখানার অর্ধ শতাধিক শ্রমিক ও এলাকাসি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ক্রিস্টিয়ান হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলামের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, তাদের কারখানার পাইপ পরিস্কার করতে গিয়ে হঠাৎ ফেটে যায়। ওই ঘটনায় অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার তারা বহন করবেন।

ক্রিস্টিয়ান হাসপাতালের ডাঃ জুনায়েদ সাংবাদিকদের জানান, গ্যাসীয় প্রতিক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই