তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরের এক কারখানায় ডাকাতি,আটক ১

গাজীপুরের এক কারখানায় ডাকাতি,আটক ১
[ভালুকা ডট কম : ২৫ নভেম্বর]
গাজীপুর মহানগরের জরুন এলাকাস্থিত এ্যাসট্রো নিটওয়ার গার্মেন্টস কারখানায় ২৫ নভেম্বর মঙ্গলবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা কারখানা থেকে উৎপাদিত গেঞ্জি ও সুতাসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কারখানার এক সিকিউরিটি গার্ড আহত হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তবে তার পরিচয় জানায় নি পুলিশ।

কারখানা কর্র্তৃপক্ষ ও এলাকাবাসি জানায়, মুখোশধারী ২০/২৫ জনের ডাকাতদল এ্যাসট্রো নিটওয়ার গার্মেন্টস কারখানার নীচতলার প্রধান গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ওই কারখানার সিকিউরিটি গার্ডদের বেঁধে ফেলে ও মারধোর করে। পরে ডাকাতরা উৎপাদিত গেঞ্জি ও সুতাসহ কারখানার প্রায় ৩২ লাখ টাকার মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় ওই কারখানার গার্ড আব্দুর রাজ্জাক আহত হয়। পুলিশ দুপুর পর্যন্ত লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মহানগরের মালেকের বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই