তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সংবাদ প্রকাশের পর ভালুকায় বনের জমি উদ্ধার

সংবাদ প্রকাশের পর ভালুকায় বনের  জমি উদ্ধার
[ভালুকা ডট কম ২৬ নভেম্বর]
গত ২৪ নভেম্বর ভালুকা ডট কমে "ভালুকায় ১০কোটি টাকা মূল্যের বনের জমি দখল করে মার্কেট নির্মাণ" এবং ২৫ নভেম্বর দৈনিক যুগান্তরে "ভালুকায় বনের জমি দখল করে মার্কেট নির্মাণ" সংবাদ প্রকাশের পর মঙ্গলবার বিকালে হবিরবাড়ি বিট কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে বনের লোকজন নিয়ে মার্কেটের দেয়াল ভেঙ্গে দিয়ে বনে জমি উদ্ধার করে।

জানাযায়,হবিরবাড়ি মৌজার ১৮৫নং দাগে মোট জমির পরিমাণ ২০০.৫৬একর। এর মাঝে বন বিজ্ঞপ্তিভূক্ত ১৮০.৪৬ একর। ২০.১০একর জমি ব্যক্তি মালিকা রয়েছে বলে বন সূত্র জানাযায়। জমিতে হবিরবাড়ি গ্রামের বিল্লাল হোসেন হবিরবাড়ি রেঞ্জ অফিস সংলগ্ন সিডস্টোর বাজারে কয়েকদিন যাবত সিডস্টোর বাজারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক সংলগ্ন বনের জমিতে মার্কেট ভেঙ্গে উদ্ধার করেন।

হবিরবাড়ি বিট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,ওই দাগে বিল্লাল হোসেন সীমান নির্ধারন না করে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করলে তা ভেঙ্গে দেয়া হয়। তিনি সংবাদের টাকার বিনিময়ের কথা অস্বীকার করে বলেন,বিল্লাল স্থানীয় বন বিভাগের কোন কর্মকর্তার সাথে যোগযোগ করে সে তার স্থাপনা নির্মাণ শুরু করেনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই