তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নজিপুর সরকারি কলেজে ফরম পূরণের অতিরিক্ত টাকা নেয়াকে কেন্দ্র করে অধ্যক্ষ অবরুদ্ধ

নজিপুর সরকারি কলেজে ফরম পূরণের অতিরিক্ত টাকা নেয়াকে কেন্দ্র করে অধ্যক্ষ অবরুদ্ধ,পরীক্ষা স্থগিত,প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল- ভাঙচুর
[ভালুকা ডট কম : ২৭ নভেম্বর]
বৃহস্পতিবার নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজে ডিগ্রি (পাস) কোর্সের ফরম পূরণ ও ভর্তিসহ আনুসঙ্গিক ব্যয় বাবদ অতিরিক্ত টাকা নির্ধারণ করলে এর  প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ রাখে প্রায় অর্ধ ঘন্টা এবং এইচ,এস,সি- দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে, বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালায় প্রতিবাদী শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা সঙ্গীও ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজ কার্যালয় ও বিক্ষুব্ধ প্রতিবাদী শিক্ষার্থী সুত্র জানা গেছে, ডিগ্রি (পাস) কোর্সের ফরম পূরণ ও ভর্তিসহ আনুসঙ্গিক ব্যয় বাবদ প্রথম বর্ষে ১০৫০, দ্বিতীয় বর্ষে ২৯৯৫ ও তৃতীয় বর্ষের জন্য ৩৯০০টাকা নির্ধারণ করে। এছাড়াও ইমপ্রুভ প্রতি বিষয়ের জন্য আরও ১০০ টাকা করে নির্ধারণ করে। এতে দুপুর দেড় টার দিকে প্রতিবাদী শিক্ষার্থী ও শিক্ষক সহ অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবী আদায়ের আশ্বাস দেন। এসময় পৌর কাউন্সিলর মিল্টন উদ্দীন উপজেলা আ.লীগ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তী আগামী ৩ ডিসেম্বর অধ্যক্ষ ও প্রতিবাদী শিক্ষার্থীদের মধ্যে কমিটির সিদ্ধান্ত গ্রহণের দিন ধার্য করা হয়। প্রতিবাদী শিক্ষার্থীরা জানায়, সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজ গুলোতে এর ফি অনেক কম।

অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব চৌধুরী বলেন, আমাদের কলেজে মাত্র একজন সরকারি কর্মচারী ও বাঁকি সব মাস্টাররোল কর্মচারী এবং খন্ডকালীন শিক্ষকদের সম্মানি ভাতা সহ অভ্যন্তরিন ফি বাবদ কলেজের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত ফি নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণ না করা, পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ফরম পূরণ ও ভর্তির ফি’র দাবী অযৌক্তিক এবং নিয়ম বহির্ভূত। এর জন্য পুনরায় ভর্তির সুযোগও রাখা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই