তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে পরীক্ষামূলক বিজয় এক্সপ্রেক্সে টিকেট বৃদ্ধির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

গৌরীপুরে পরীক্ষামূলক বিজয় এক্সপ্রেক্সে টিকেট বৃদ্ধির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
[ভালুকা ডট কম : ১৭ ডিসেম্বর]
ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে বিজয়ের মাসে দেয়া ‘বিজয় এক্সপ্রেক্স’ ট্রেনটি বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরীপুর রেলওয়ে জংশনে পৌঁছলে শ’শ উৎসুক জনতা হাত নাড়িয়ে অভিনন্দন জানান। পরে টিকেট বৃদ্ধির দাবিতে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এছাড়াও যাত্রা বিরতীর জন্য আটারবাড়িতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও ট্রেন অবরোধ কর্মসূচী পালন করে।

৬০৩জন যাত্রীর আসন নিয়ে পরীক্ষামূলক বিজয় এক্সপ্রেক্স ট্রেনটি চালক ছিলেন রফিকুল ইসলাম, গার্ড রুহুল কদ্দুছ। রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুন অর রশিধ, চীফ অপারেটিং সুপাররেনটেন্ট মোঃ মিয়া জাহান, ডেপুটি কর্মাশিয়াল ম্যানেজার রুকুনুজ্জামান, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাদেকুজ্জামানের তত্ত্বাবধানে ট্রেনটি পরীক্ষামূলক যাত্রা করে।  

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে টিকেট বৃদ্ধির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, মজিবুর রহমান ফকির, রমিজ উদ্দিন স্বপন, বিপ্লব, আব্দুর রউফ মোস্তাকিম, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ কলিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, শাহজাহান আকন্দ প্রমুখ। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি ১৯ডিসেম্বর ময়মনসিংহ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই