তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উজার হচ্ছে বন

ভালুকায় বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উজার হচ্ছে বন
[ভালুকা ডট কম : ১৮ ডিসেম্বর]
দিন দুপুরে ভালুকা রেঞ্জ অফিস থেকে মাত্র দেড় কিঃমিঃ দূরে বন এলাকার ভিতরে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের পাশে জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আব্দুর রহিম নামে এক প্রভাবশালি ব্যক্তি তার স’মিলে বিশাল আকৃতির গজারী কাঠ কাটছেন। বিনিময়ে স্থানীয় বন বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীগণ মোটা অংকের মাসোহারা আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ অবৈধ স’মিলে গজারী কাঠ কাটার স্থিরচিত্রটি ধারণ করার সময় ভালুকা ডট কমের পরিচালক জহিরুল ইসলাম জুয়েল স্থানীয় বিট অফিসার সাইফুল ইসলাম ও ডিএফওকে বিষয়টি সেল ফোনে জানানোর পর মাত্র দেড় কিঃ মিঃ পাকা রাস্তা পাড়ি দিয়ে স’মিলে পৌঁছতে স্থানীয় বন অফিসের লোকজনের সময় লেগেছে প্রায় ৩ঘন্টা।

গজারী কাঠ কাটার বিষয়টি বিট অফিসারকে সেল ফোনে জানানোর পর তিনি আবার সাথে সাথে অবৈধ স’মিল মালিক আব্দুর রহিমকে বিষয়টি জানিয়ে দেন। আব্দুর রহিম সাথে সাথেই তার গজারী কাঠ গুলো সরিয়ে নেন। এ তথ্যের ভয়েস রেকডিং ভালুকা ডট কমের পরিচালকের কাছে ডকোমেন্ট স্বরূপ রক্ষিত রয়েছে। আব্দুর রহিমের  মতো ভালুকা উপজেলা জুড়ে প্রায় শ খানেক অবৈধ স’মিল রয়েছে যারা আব্দুর রহিমের মতো বীরদর্পে দিন দুপুরে বনে কাঠর চিড়াই করছে দেদারছে। বিনিময়ে মাসোয়ার নিচ্ছে বন বিভাগ।

ভালুকার বন ও বনের কর্মকর্তা ও কর্মচারীদের অপকর্মের ওপর শীঘ্রই ভালুকা ডট কম ধারাবাহিক একটি সিরিজ করবে। স্থানীয় কোন ব্যক্তি কাছে বন সস্পর্কিত কোন গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য থাকে তাহলে আপনি জানিয়ে দিতে পারেন ০১৭১৩-৫৯৮২৩৯ ও ০১৬১৩৫৯৮২৩৯ মোবাইল নম্বরে অথবা zahirulbhaluka@gmail.com ই-মেইলে করতে পারেন। তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই