তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত,পরীক্ষার্থীর ৫ লাখ সাড়ে ১৭ হাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত,ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ সাড়ে ১৭ হাজার
[ভালুকা ডট কম : ১৯ ডিসেম্বর]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে একযোগে মোট ১৮০ টি কেন্দ্রে সকাল ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত  হয়।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা এবং বিজ্ঞান শাখায় সর্বমোট ৫ লাখ ১৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশিদ শুক্রবার রাজধানীর ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আয়েশা বেগম, ইডেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা, পরিচালক, জনসংযোগ, তথ্য ও পরামর্শ ফয়জুল করিম, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল ও ভাইস-চ্যান্সেলরের সচিব আব্দুল মালেক সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া মিরপুর বাংলা কলেজ পরীক্ষা কেন্দ্র এবং প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষাথীদের অভিনন্দন এবং সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই