তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ময়মনসিংহ নাসিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

ময়মনসিংহ নাসিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
[ভালুকা ডট কম : ০৮ জানুয়ারী]
বৃহস্পতিবার ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখে ২য় দিনেও কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে।

আন্দোলনরত ২৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা প্রত্যাহার এবং নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম ও ছাত্রী নিবাসের হাউজ কিপার নাজমুন নাহারের অপসরন সহ দুই দফা দাবি আদায়ের লক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।  র্শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি আদায় না হওয়ায় পর্যন্ত ক্লাশ ও পরীক্ষা বন্ধ রেখে প্রতিদিন প্রশাসনিক ভবন ও প্রশাসনিক কর্যাক্রম বন্ধ রাখা হবে।
 
উল্লেখ্য প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ৫ই জানুয়ারি ময়মনসিংহ নাসিং কলেজ খুলে দেওয়া হয় । খুলে দেওয়ার পর শিক্ষার্থীরা ক্লাসে না ফিরে একই দাবিতে বুধবার থেকে আবারও আন্দোলনে নেমেছে।

শিক্ষার্থীরা জানায়, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম ছাত্রী নিবাসের হাউজ কিপার নাজমুন নাহারের বিরুদ্ধে ছাত্রী নিবাসের আসন বরাদ্দে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ক্লাস বর্জন করে আন্দোলনে আসেন শিক্ষার্থীরা । শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৭ অক্টোবর অনিদৃষ্ট কালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কতৃপক্ষ। ওই দিনই ছাত্রীদের ছাত্রী নিবাস ছেড়ে যাওয়ার কথা বলা হলে নিদৃষ্ট সময়ের মধ্যে ছাত্রীরা না যাওয়ায় সন্ধ্যায় পুলিশ ছাত্রীদের বেধরক লাঠিপেটা করে। পরদিন ছাত্রীরা ছাত্রী নিবাস ছেড়ে যায়।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই