তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ব্র্যাক শিক্ষা কর্মসূচী আয়োজিত
পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২২ জানুয়ারী]
কিশোরগঞ্জ ব্র্যাক শিক্ষা কর্মসূচী (পেইস) এর আয়োজনে বৃহস্পতিবার ২২ জানুয়ারী জেলা সদর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আন্ত: বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগীতায় জেলার করিমগঞ্জ উপজেলার চাতল এম সি উচ্চ বিদ্যালয় সদর উপজেলার চরকাওনা বহুমখী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্স আপ চরকাওনা বহুমখী উচ্চ বিদ্যালয়। এছাড়া অংশ গ্রহন করে কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দল ও আলহাজ্ব আমির আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় দল। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞ প্রধান শিক্ষক মোঃ মোকররম হোসেন শোকরানা মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদ আবু খালেক পাঠান , কবি ছড়াকার বাধন রায় ও সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল। সার্বিক সমন্বয় করেন পেইস কর্মসূচীর সংগঠক মোঃ শহিদুর রহমান (কিশোরগঞ্জ সদর), মোঃ জাহাঙ্গীর হোসেন (করিমগঞ্জ), এলআরপি তানিয়া সুলতানা ও আলআমিন।

অংশগ্রহনকারী বিতার্র্কিকরা হচ্ছেন চাতল এমসি উচ্চ বিদ্যালয় সাদিয়া আফরিন শিলা, মুক্তা আক্তার, মোঃ আরিফুল ইসলাম, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় দল জান্নাতুল ফেরদৌস, নাহিয়ান আশরাফ পূরবী, ফারিয়া জান্নাত,  কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল ফারিহা আক্তার, মনিষা রায়, রুবাইয়া তাজভিন, আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় দল রাব্বি হোসেন, মাহিনুর অর্পা, সূবর্ণা সুলতানা। উল্লেখ্য করিমগঞ্জ উপজেলার চাতল এমসি উচ্চ বিদ্যালয় দল কিশোরগঞ্জ জেলা চ্যাম্পিয়ন দল হিসাবে ময়মনসিংহ জেলা সদরে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতার অংশ গ্রহনে সুযোগ পেয়েছে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই