তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন
[ভালুকা ডট কম : ২৮ মার্চ]
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ব বিদ্যালয় কলেজের একাডেমিক ভবন উবোধন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ ২৮ মার্চ শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। একাডেমিক ভবনটি গাজীপুরের জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে ও অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি নরসিংদী জেলার কৃতী সন্তান আব্দুল কাদির মোল্লাকে কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি কলেজের জন্য চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি দ্বিতল একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন।সবশেষে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই