তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁর সাপাহারে এবং পোরশায় দুইদিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নওগাঁর সাপাহারে দুইদিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
[ভালুকা ডট কম : ২৯ মার্চ]
নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’র উদ্বোধন ও মেলাউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’র উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।#

পোরশায় দুইদিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন তথ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রবিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দুইদিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতে কেটে ডিজিটাল মেলার উদ্বোধন শেষে মেলা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছালাম, পোরশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, এল.জি.ই.ডি প্রকৌশলী মাহফুজার রহমান, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীগন প্রমুখ। এবারে ডিজিটাল মেলায় ২৪টি ষ্টলে তথ্য প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে যা ফিতা কেটে উদ্বোধন শেষে প্রধান অতিথি পরিদর্শন করেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই