তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালীগঞ্জে ও শৈলকুপায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু

কালীগঞ্জে ও শৈলকুপায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু
[ভালুকা ডট কম : ২৯ মার্চ]
ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-জেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিদ্দিক, ভাইস-চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, মোবারকগঞ্জ চিনিকলের এমডি, কালীগঞ্জ মহিলা ক্লাবের সভাপতি ফারহানা আরজু প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা। উদ্বোধন শেষে দরিদ্র রোগীর চিকিৎসার জন্য চেক তুলে দেন মোঃ আনোয়ারুল আজীম ।

অপরদিকে শৈলকুপায় রবিবার সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার প্রশাসনের আয়োজনে মেলায় সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ব্যাংক, বীমাসহ বিভিন্ন বেসরকারী সংস্থা স্টল দেয়। সামগ্রীক তথ্য প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এ মেলার আয়োজন করা হয়।





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই