তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার এস.এম নাজমুল হক তারা আর নেই

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার এস.এম নাজমুল হক তারা আর নেই
[ভালুকা ডট কম : ৩০ মার্চ]
মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার নাজমুল হক তারা রোববার (২৯ মার্চ) রাত ১০.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলন ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ময়মনসিংহ দক্ষিণ বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলার আহবায়ক মরহুমের জামাতা এডভোকেট আনোয়ার আজিজ টুটুল জানিয়েছেন ৩০ মার্চ সোমবার বাদ আসর শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে নামাজের জানাযা শেষে তাঁকে গুলকিবাড়ি গোরস্থানে দাফন করা হবে। এই গুনী রাজনৈতিক ব্যক্তি এস এম নাজমুল হক তারা ভালুকা উপজেলার ১নং উথুরা গ্রামের অধিবাসী ছিলেন। তিনি ময়মনসিংহ পৌরসভার সাবেক ২ নম্বর ওর্য়াড (বর্তমান ৫ নম্বর ওর্য়াড) থেকে ৫ বার ওর্য়াড কাউন্সলির নির্বাচিত হন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারর ছিলেন তিনি।

 জাতীয়তাবাদী (বিএনপি), জাতীয় পাটিসহ সকল রাজনৈতি ও সামাজিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।  




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই