তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ভূ-কম্পনে শতাধিক শ্রমিক আহত

ভালুকায় ভূ-কম্পনে শতাধিক শ্রমিক আহত
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
শনিবার দুপুর মাঝারি মাত্রায় প্রায় ২মিনিট স্থায়ী ভু-কম্পনে ভালুকা উপজেলার বিভিন্ন কোম্পনির বিল্ডিং থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক অহত হয়েছে।

ভূ-কম্পন চলাকালে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। এ সময় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পশু-পাখির চারিদিকে কোলাহল শুরু করে। ছোট ছোট শিশু ও বাচ্চারা কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। সব মিলিয়ে আতঙ্কিত পরিবেশে সৃষ্টি হয়। ভূ-কম্পনে বিভিন্ন কোম্পানির বহুতল বিশিষ্ট ভবন গুলো হেলে-দোলা শুরু করলে আতঙ্কিত শ্রমিকরা ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় কালার মাস্টার,ক্রাউন সোয়েটার,লাবিব গার্মেন্টস ও আরিফ স্পিনিং মিল সহ বিভিন্ন মিলের শ্রমিক আহত হয়। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার কয়েকটি মিল পরিদর্শণ করেন এবং মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই