তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় পিডিবি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ৫

নওগাঁয় পিডিবি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ৫
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
নওগাঁয় শনিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে (পিডিবি) অফিসে সন্ত্রাসী হামলার অফিস ভাংচুর, লুটপাট ও কর্মচারীদের মারপিটে অন্তত ৫ কর্মচারি গুরুতর আহত হয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অফিস চলাকালীন সময় ৮/১০ জন যুবক ফিল্মি স্টাইলে আকস্মিক ভাবে পিডিবি অফিস ক্যাম্পাসের ভিতর ধারালো অস্ত্রসহ প্রবেশ করে অফিসে কর্মরত মিটার রিডার হারুন অর রশিদ(৫৮), আজাহার আলী(৪৯), রায়হান আলী(৪৫), লাইন ম্যান শরিফুল ইসলাম মন্ডল (৩৭) ও অফিস সহকারী প্রকাশ চন্দ্র রায় (৪০)কে এলোপাতাড়ি মারপিট ও ধারালো অস্ত্রদিয়ে জখম করে। এছাড়া সন্ত্রাসীরা কম্পিউটার শাখায় কর্তব্ররত নারী ষ্টাফদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সঙ্গে তাদের ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অফিসে ভাংচুরসহ তান্ডব চালায়। এসময় পুলিশকে সংবাদ দিলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংখাজনক হওয়ায় আহত মিটার রিডার হারুন অর রশিদ কে ঢাকা এ্যপোলো হাসপাতালে এবং আজাহার আলী(৪৯)কে রবিবার বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রবিবার নওগাঁর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবসিক প্রকৌশলী (নিবার্হী) শংকর কুমার দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে শনিবার রাতেই নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে তবে এখনো বিদ্যুৎ অফিসের সকল কর্মচারিরা আতঙ্কে রয়েছে।

এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকিরুল ইসলাম জানান, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই