তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরের আশ্রয় কেন্দ্রে নিবাসীদের নির্যাতন,এক কর্মচারী বরখাস্ত ও অবাঞ্ছিত ঘোষণা

গাজীপুরের আশ্রয় কেন্দ্রে নিবাসীদের নির্যাতন,এক কর্মচারী বরখাস্ত ও অবাঞ্ছিত ঘোষণা
[ভালুকা ডট কম : ২০ মে]
গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রের নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং কেন্দ্রে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল ইসলাম ওই কেন্দ্র পরিদর্শণকালে এ নির্দেশ দেন।

গাজীপুরের সহকারী কমিশনার সত্যজিত রায় দাশ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম মঙ্গলবার কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেন। পরিদর্শণকালে কেন্দ্রের ওয়ার্ডার মশিয়ার রহমানের বিরুদ্ধে কেন্দ্রে অবস্থানরত নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পান। এসময় তিনি নিবাসীদের জিজ্ঞাসাবাদে ওই অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা মোতাবেক কেন্দ্রের ওয়ার্ডার মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য কেন্দ্রের উপ-সহকারী পরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে তাকে  আশ্রয় কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।  




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই