তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জিসিসি মেয়র মান্নান কাশিমপুর কারাগার থেকে বারডেম হাসপাতালে

জিসিসি মেয়র মান্নান কাশিমপুর কারাগার থেকে বারডেম হাসপাতালে
[ভালুকা ডট কম : ২১ মে]
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে চিকিৎসার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার ফরিদুর রহমান রুবেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে অধ্যাপক এমএ মান্নানের প্রেসার আপ ডাউন করছিল। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, মেয়র মান্নান পূর্বে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনীসহ নানা রোগে আক্রান্ত। তার চিকিৎসার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান কয়েক দিন ধরেই অসুস্থ্য বোধ করছিলেন। তার পায়ে পানি এসে ফুলে গেছে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ রয়েছে। অতিরিক্ত ডায়াবেটিসের জন্য তাকে দিনে চার বার ইনস্যুলিন নিতে হয়।

মেয়র মান্নানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে মোট ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আদালতে ১টি মামলার অভিযোগপত্র গৃহীত হয়েছে এবং অপর একটি জমা হয়েছে। তিনি তিন মামলায় জামিনে আছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করে। এর পর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তার অনুপস্থিতিতে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই