তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় সাফবিন প্রজেক্টের মাঠ দিবস অনুষ্ঠিত

পত্নীতলায় সাফবিন প্রজেক্টের মাঠ দিবস অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২১ মে]
নওগাঁর পত্নীতলায় কারিতাস সাফবিন প্রকল্পের আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টি নির্ভর এলাকায় ক্ষুদ্র কৃষকদের দক্ষতা বৃদ্ধি (সাফবিন) নামীয় প্রকল্প মুগ ডালের উচ্চ ফলনশীল জাত ও জৈব পদ্ধতিতে মুগ ডাল চাষ শীর্ষক এক কৃষক মাঠ দিবস বৃহস্পতিবার উপজেলার সালডাঙ্গা গ্রামে কৃষকদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রকল্প কর্মকর্তা সাফবিন প্রজেক্ট কারিতাস নওগাঁর এম.এ বাশার মোল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকতারুজ্জামান।

এছাড়া স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ ও প্রকল্পের ১০টি গ্রামের শতাধিক কৃষাণ ও কৃষানীর অংশগহনের মাধ্যমে  ফসলের মাঠে সরাসরি ভোট গ্রহন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চলনশীল মুগডালের জাত বাছাই করা হয়। চাষকৃত জাতসমুহ হলো বারিমুগ ৬ ও বিনামুগ ৮। উক্ত ২ টি জাতের ভোটিং এ বারিমুগ ৬ জাত ২২ ভোট পেয়ে জাতের ১ম স্থান অর্জন করে।

অপরদিকে সরাসরি মাঠে ভোটিং করা হয় জৈব সারের পদ্ধতির কার্যকারিতা যাচাই প্লটে ১. গোবরের সাথে নির্ধারিত মাত্রার অর্ধেক রাসায়নিক সার ও ২. পোল্ট্রিলিটারের সাথে নির্ধারিত মাত্রার অর্ধেক রাসায়নিক সার  প্রয়োগে ২ টি ট্রায়াল প্লটে। জৈব পদ্ধতিতে  চাষে প্রথম স্থান হয় গোবরের সাথে নির্ধারিত মাত্রার অর্ধেক রাসায়নিক সার ট্রিটমেন্ট ৪২ ভোট পেয়ে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকতা আব্দুল হালিম, কৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ, প্রভাষক সুরেন মুর্মু, ব্র্যাক বর্গাচাষী প্রকল্পের বাবুল হোসেন প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই