তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে তিনশত বছরের অচিন বৃক্ষের নামকরন

কালিয়াকৈরে তিনশত বছরের অচিন বৃক্ষের নামকরন
[ভালুকা ডট কম : ২২ মে]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  মৌচাক ইউনিয়নের বাঁশতলী গ্রামের তালেফ মিয়া ও আবু তাহেরের জমিতে তিনশত বছরের অচিন বৃক্ষ রয়েছে। এলাকার কেউ গাছটির নাম বলতে পারছেনা। দীর্ঘ দিন পরে হলেও  অবশেষে ওই বৃক্ষের একটি আসল নাম পেল।

বিপন্ন উদ্ভিদ ও প্রানী সংরক্ষণ ফাউন্ডেশন, বাংলাদেশ(ইপ্যাক ফাউন্ডেশন) অচিন বৃক্ষটির বিভিন্ন বৈশিষ্ট্য দীর্ঘদিনের পর্যালোচনার পর অচিন বৃক্ষের  নাম করন করা হয় সাদা পাকড়।    বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আমন্ত্রনে বিপন্ন উদ্ভিদ ও প্রানীসংরক্ষণ ,বাংলাদেশের উদ্যোগে  শুক্রবার সকালে অচিন বৃক্ষটির নামকরণ নিয়ে বাঁশতলী এলাকায় গাছটির নিচে এক সভার আয়োজন করা হয়। সভায় অচিন বৃক্ষটি সাদাপাকড় নামকরন ঘোষনা করেন ইপ্যাক ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল আখতারুজ্জামান চৌধুরী। গাছটির উচ্চতা প্রায় ১০০ ফুট,বের ৮০ফুট। চৈত্র-বৈশাখ মাসে পাতা ঝড়ে গিয়ে নতুন পাতা গজায়। পাতা মসৃন,ডিম্বাকৃতি ফলার মত।  সাধারনত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে গাছটিতে ফল ধরে। বিরল প্রজাতির সাদা পাকড় নামের এধরনের বৃক্ষ দক্ষিন পুর্ব এশিয়া এবং অষ্টেলিয়াতে দেখা যায়।

 অচিন বৃক্ষের নামকরন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের গাজীপুর জেলার সভাপতি এ কে এম  সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদত, অচিন বৃক্ষের নামকরনের গবেষক ও বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের মহাসচিব ড.আখতারুজ্জামান চৌধুরী, মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক খন্দকার হাসিবুর রহমান, ডাঃ মোঃ বোরহান উদ্দিন অরন্য, সামছুল হক,আশরাফুল আলম,শাজাহান মাষ্টার,নুরুল ইসলাম, সরকার আব্দুল আলীম, মোয়াজ্জেম হোসেন , আব্দুল করিম পাখি প্রমুখ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই