তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন

কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি রপ্তানী করছে টিটিটিআই
ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন
[ভালুকা ডট কম : ২৩ জুন]
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত  ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর জানুয়ারী - জুন ২০১৫ সেসনের সার্টিফিকেট ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর ক্যাম্পাসে অবস্থিত  ইনস্টিটিউট এর সেন্ট্রাল হল রুমে  বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।  

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেঃ কর্ণেল (অবঃ) আছয়াদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি,পিএসসি,জি। অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে ইনস্টিটিউটের  ভাইস প্রিন্সিপাল মেজর জেনারেল (অবঃ) শ্যামলেন্দু কবিরাজ, বিভিন্ন ট্রেড কোর্সের ইনস্ট্রাক্টর ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী ও গাজীপুর সেনানিবাসের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ প্রতিষ্ঠান থেকে জানুয়ারী -জুন ২০১৫ সেসনে   ৮টি ট্রেড কোর্সের  মোট ৭০৪ জন ছাত্রছাত্রী  কোর্স সমাপ্ত করেন।  এদের মধ্যে ২৫৩ জন সামরিক ও ৪৫১ জন বেসামরিক ছাত্রছাত্রী ছিল ।  অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক ৮টি ট্রেড কোর্সের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী মোট ২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরন করেন। এছাড়াও ইংলিশ ও আরবী স্পোকেন ল্যাংগুয়েজ কোর্সের প্রশিক্ষনার্থিদের মধ্যে অনুষ্ঠিত ভাষা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও  সনদ ও ক্রেস্ট বিতরন করেন।

আত্নকর্মসংস্থান ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইসস্টিটিউটটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক  পরিচালিত প্রতিষ্ঠানটি গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর ক্যাম্পাসে অবস্থিত। প্রতিষ্ঠানটি ড্রাইভিং,ওয়েল্ডিং,রেফ্রিজারেশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং,মেশন,ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স, রেডিও টিভি এবং কম্পিউটারসহ মোট ৮টি ট্রেডে প্রশিক্ষনের মাধ্যমে দেশের বেকার ও অদক্ষ্য জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করছে। এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ১১টি সেসনে ৩৬৯৬ জন ছাত্রছাত্রী প্রশিক্ষন নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে ।

প্রশিক্ষণ পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে কর্তৃপক্ষ। এখানকার ছাত্রছাত্রীদেরকে সেনাবাহিনীতে ভর্তির বিষয়ে আগ্রাধিকার প্রদান করা হয়। বৈদেশিক কর্মসংস্থান প্রকল্পের আওতায় কাতারে এখানকার প্রশিক্ষিত জনশক্তি রপ্তানী করা হচ্ছে স্বল্প খরচে। এছাড়া খুব শীঘ্রই একটি মোবাইল ট্রেনিং সেন্টার চালু করা হবে, যাতে  শিক্ষার্থিরা ক্যাম্পাসে না এসে এলাকায় অবস্থান করেও প্রশিক্ষন নিতে পারে। বিশ্বব্যাংক, সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই