তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

এসপি’র কাছে চাঁদা দাবি,দুই সাংবাদিক আটক

এসপি’র কাছে চাঁদা দাবি,দুই সাংবাদিক আটক
[ভালুকা ডট কম : ০৬ জুলাই]
গাজীপুরে সোমবার পুলিশ সুপারের (এসপি) কাছে চাঁদা দাবি করতে গিয়ে দুই ভূয়া সাংবাদিক গোয়েন্দা পুলিশের হাতে আটক ।

আটককৃতরা হলো, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আমজাদ হোসেন খান (৩৫) ও মহানগরের পশ্চিম জয়দেবপুর এলাকার আঃ বাতেনের ছেলে মোঃ মিনহাজুল মাহমুদ (৩৫)। আটককৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাংবাদিক পরিচয়ে ওই দুই ব্যক্তি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপিসহ অন্তত ৪০ জন ব্যক্তির নাম সম্বলিত একটি দাওয়াত কার্ড পুলিশ সুপারকে প্রদান করে চাঁদা দাবি করেন। পরে পুলিশ সুপার বিভিন্ন জনের কাছে খবর নিয়ে জানতে পারেন অতিথিদের অনুমতি না নিয়ে কার্ড ছাপিয়ে এরা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করছেন।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি জানান, তার অনুমতি ছাড়াই দাওয়াত কার্ডে নাম ছাপা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম জানান, অনুমতি ছাড়া ওই দাওয়াতপত্রে তার নামও ছাপা হয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হবে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই