তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগরে মৌসুমী’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

রাণীনগরে মৌসুমী’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
[ভালুকা ডট কম : ১২ জুলাই]
নওগাঁর রাণীনগরে শনিবার বে-সরকারি এনজিও সংস্থা মৌসুমী’র উদ্যোগে মৌসুমী আবাদপুকুর শাখার পক্ষ হতে এককালিন আঠারো হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এদিন বিকেলে উপজেলার রাতোয়াল গ্রামের মৌসুমী’র পায়রা সমিতির সদস্য জোসনা বেগম এর মেয়ে রাজিয়া আক্তার রাতোয়াল বিশ্ব কবি রবীন্দ্রনাথ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করায় মৌসুমী এনজিও’র পক্ষ থেকে এই উপবৃত্তি প্রদান করা হয়। অর্থের অভাবে গরীব মেধাবী রাজিয়া আক্তারের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল । তাই বে-সরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করে তাকে পড়ালেখায় উৎসাহ প্রদান করাই এই বৃত্তি প্রদানের একমাত্র লক্ষ্য। এতে গ্রামের গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সচল করতে সমাজের অনেক এনজিও সংস্থার পাশাপাশি বৃত্তবানরা এগিয়ে আসবেন বলে সচেতন মহলের আশা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী’র আদমদীঘি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো:আব্দুল মান্নান, আবাদপুর শাখার শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার মোহন্ত , হিসাব রক্ষক ওয়াসিম উদ্দীন, রাতোয়াল রবীন্দ্রনাথ দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসম আলমগীর বাবু  প্রমুখ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই