তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চুল ছাঁটাতে হিলারির ব্যয় ৪৭ হাজার টাকা

চুল ছাঁটাতে হিলারির ব্যয় ৪৭ হাজার টাকা
[ভালুকা ডট কম : ৩১ জুলাই]
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও মার্কিন সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটন নিজের চুল ছাঁটাতে প্রতি মাসে ব্যয় করেন প্রায় ৪৭ হাজার টাকা। যে সেলুন কর্মীর কাছে তিনি নিয়মিত চুল কাটান তার নাম জন ব্যারেট।

বুধবার ওয়াশিংটন পোস্টের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, নিজের ফ্যাশনের বিষয়টি আড়ালেই রাখতে চান তিনি। তিনি যখন সালোঁতে ঢুকছিলেন, তখন সিঁড়ির দরজা বন্ধ করে দেয়া হয়। সাবেক ফার্স্টলেডি সবার আড়ালে থেকেই পৌঁছে যান সালোঁতে। সেখানে তার জন্য আলাদা একটি জায়গার ব্যবস্থা করা হয়।

পাশের ঘরে বসে থাকা অন্য কাস্টমাররাও বুঝতে পারেননি ওই একই সালোঁতে সাজতে এসেছেন হিলারি ক্লিনটন। হিলারিকে যে সেলুনে দেখা গেছে, তার মালিক জন ব্যারেটের সঙ্গে নিয়মিত ক্লিনটনপত্নীর যোগাযোগের খবরও পাওয়া গেছে।

চুল কাটা এবং ব্লোনড্রাইয়ের জন্য গুনে গুনে প্রায় ৪৬ হাজার ৮০০ টাকা পারিশ্রমিক নেন জন ব্যারেট। তবে, হিলারি ঠিক কত শোধ করেছেন, তা অবশ্য খোলসা করার সাহস দেখাননি কেউই।

কেশচর্চা নিয়ে হিলারির বেটারহাফ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও কম শৌখিন নন। ১৯৯৩ সালে তার বিতর্কিত হেয়ারকাট বিতর্ক হারিগেটের কথা সবার জানা। লস অ্যাঞ্জেলসে টারম্যাকে দাঁড়ানো একটি বিমানে বেলজিয়ান-আমেরিকান হেয়ার স্টাইলিস্টের কাছে চুল কাটিয়েছিলেন ক্লিনটন। এক ঘণ্টা ধরে চুল কাটার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্টর থেকে প্রায় ১৩ হাজার টাকা নিয়েছিলেন ওই হেয়ার স্টাইলিস্ট।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই