তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ফুলপুরে নিখোঁজ সংবাদের বিড়ম্বনায় একটি পরিবার

ফুলপুরে নিখোঁজ সংবাদের বিড়ম্বনায় একটি পরিবার
[ভালুকা ডট কম : ৩১ জুলাই]
ফুলপুর থেকে একজন কিশোর নিখোঁজের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোবাইল ফোনে প্রতারক চক্রের চাঁদা দাবিসহ বিভিন্ন হুককির বিড়ম্বনায় পড়েছেন পরিবারটি।  

জনা যায়, ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের এনামুল হক (১৫) নামে এক কিশোর ২৫ জুলাই ঢাকাস্থ ধামরাই এলাকার মার্কাস ওমর বিন খাত্তাব (রা.) হাফিজিয়া মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে ৩১ জুলাই দৈনিক যুগান্তরের ৬ পৃষ্ঠায় একটি নিখোঁজ সংবাদ প্রকাশ হয়। এদিনই রাত ১২টার পরে পত্রিকায় দেয়া নিখোঁজ পরিবোরের ০১৭১৩৫২৩৭৬০ নম্বর মোবাইল ফোনে ০১৯৮০৭০২৩৫৩ নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। সকালের মধ্যে বিকাশে টাকা না পাঠালে নিখোঁজ কিশোরটিকে ভারতে পাচার করে দেয়া হবে বলে হুমকি দেয়।

শুক্রবার সকালে ০১৮২৯২৬১৭৬৩ নম্বর থেকে প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিখোঁজ কিশোরটি দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে দাবি করে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দ্রুত বিকাশে পাঠাতে বলে। এছাড়াও কিশোরকে ফিরে পেতে ০১৭২৮৮১৪০১৮ নম্বর থেকে বি.বাড়িয়া ও ০১৬২৪২৩২৫৪৭ নম্বর থেকে ফুলপুরের পরিচয়ে ৫০ হাজার টাকা বিকাশে মুক্তিপন দাবি করে। এতে করে রাত থেকেই পরিবারটি চরম বিড়ম্বনায় পড়েছেন।   




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই