তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নওগাঁয় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
[ভালুকা ডট কম : ০১ আগস্ট]
নওগাঁ শহরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন ভিতরে অবস্থিত পুকুরে শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে ফারদিন আফজাল খান(১৪) নামে এক স্কুল ছাত্র ডুবে মারা গেছে। ফারদিন রাজধানী ঢাকা পুরাতন পল্টন থানার আব্দুলাহ খানের ছেলে। সে রাজধানীর মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, দুপুর ২টার দিকে ফারজিন তার দুই বন্ধুর সঙ্গে বরেন্দ্র অফিসের পুকুরে গোসল করতে নামে। সে সাতার কেটে পুুকুরের ওপারে যায়। ফেরার পথে পুকুরের মাঝখানে হঠাৎ সে তলিয়ে গেলে তার বন্ধুরা লোকজনকে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফারদিনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফারদিনের বাবা আব্দুল্লাহ খান জানান, ফারদিন খুব মেধাবী ছাত্র। সে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। সে ঈদের ছুটিতে নওগাঁ শহরের চকমুক্তার এলাকা তার নানা সাবেক এমপি রায়হান আকতার রনির বাসায় বেড়াতে আসে। সোমবার তার ঢাকায় ফেরার কথা ছিল।

এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে বলা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই