তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

অধিক আখ চাষ চিনি শিল্পকে বিকশিত করবে

অধিক আখ চাষ চিনি শিল্পকে বিকশিত করবে
[ভালুকা ডট কম : ২৮ আগস্ট]
জয়পুরহাট: অধিক জমিতে উন্নত জাতের আখের আবাদ চিনি শিল্পকে বিকশিত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।শুক্রবার দুপুরে জয়পুরহাট সুগার মিলস লিমিটেড মিলনায়তনে আয়োজিত আখচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দেলোয়ার হোসেন বলেন, অধিক জমিতে আখের আবাদ করলে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের চিনি শিল্প বিকশিত হবে। এসময় চাষিদের উন্নত বীজ ও সার সরবরাহ, ভর্তুকি প্রদানসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন- চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, জেলা আখচাষি কল্যাণ সমিতির সভাপতি বাবু চৌধুরী প্রমুখ।এর আগে সুগার মিলের ফ্যাক্টরি পরিদর্শন করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন। পরে তিনি সুগার মিল জামে মসজিদের পাশে আমের চারা রোপনের মাধ্যমে নাক ফজলি আম বাগানের উদ্বোধন করেন।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই