তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বিডিনগের চতুর্থ সম্মেলনের নিবন্ধন শুরু

বিডিনগের চতুর্থ সম্মেলনের নিবন্ধন শুরু
[ভালুকা ডট কম : ০৫ অক্টোবর]
১০ নভেম্বর থেকে শুরু হবে বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালাআগামী ১০ নভেম্বর থেকে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের চতুর্থ বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা।নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা ফোরাম যাঁরা নিজেদের মধ্যে অপারেশনাল বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে। ফলে বিডিনগও অন্যান্য দেশ ও অঞ্চলের মতো নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ যেমন, সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (সেনগ), নর্থ আমেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) এর সঙ্গে কাজ করবে।

বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্মেলনে এক দিন বিডিনগ সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।বিডিনগ সচিবালয় থেকে এক লিখিত বক্তব্যে জানানো হয়েছে, বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও বাংলাদেশের জন্য উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা এ সম্মেলনের উদ্দেশ্য। বিডিনগ নিয়মিতভাবে প্রত্যেক বছরই দুইবার এই সম্মেলন আয়োজন করে আসছে। সম্মেলনের অনলাইন নিবন্ধনের পাশাপাশি ইন্টারনেট পরিচালনা ও প্রযুক্তি-বিষয়ক গবেষণা পত্র আহবান করা হয়েছে। বিডিনগ চতুর্থ সম্মেলনে ১৫টি বিশেষায়িত গবেষণাপত্র এবং ২টি প্রযুক্তি-বিষয়ক কর্মশালায় ১০০ প্রকৌশলী অংশ নিতে পারেন। সম্মেলনের নিবন্ধন করা যাবে বিডিনগের (www. bdnog. org) ওয়েবসাইটে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই