তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরের শ্রীপুরে ওসির বিরুদ্ধে অটোরিক্সা ভাংচুর,চালককে মারধরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ওসির বিরুদ্ধে অটোরিক্সা ভাংচুর,চালককে মারধরের অভিযোগ
[ভালুকা ডট কম : ০৭ অক্টোবর]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক সিএনজির গ্লাস ভাংচুর ও অপর একজন চালককে পিটিয়ে আহত করেছে। বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।আহত চালকের নাম রায়হান (২১)। সে শ্রীপুরের টেংরা এলাকার আমিন উদ্দিনের ছেলে। তাক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালকেরা অভিযোগ করেন, শ্রীপুর-মাওনা সড়কের সিএনজি চালক রায়হান (২১) ঘটনার সময় ডেলিভারী রোগী নিয়ে মহাসড়ক অতিক্রম করে ওপাশে যাচ্ছিলেন। এসময় ওসি তার অটোরিক্সা (গাজীপুর থ ১১-৬৬৬৭) আটকিয়ে তাকে গাড়ী থেকে নামিয়ে এলোপাতাড়ি লাঠিপেটা করেন। আহত চালকের বাবা অঅমিন উদ্দিন জানান, এলোপাতাড়ি পিটানোয় তার ছেলের হাত, পা ফুলে গেছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহাসড়কের পাশে শ্রীপুর-মাওনা চৌরাস্তা মোড়ে যাত্রী উঠানোর সময় ওসি আব্দুস ছামাদ নামে আরেকজন চালকের অটোরিক্সাও (গাজীপুর থ ১১-৫১১৪) ভাঙচুর করেন।

শ্রমিকেরা অভিযোগ করেন, মহাসড়কে অটোরিক্সা চলাচল করলে সেগুলো আটক করে উৎকোচের বিনিমিয়ে ছেড়ে দেন। এ কারণে অনেকেই অটোরিক্সা নিয়ে মহাসড়কে উঠার সাহস পায়। তাছাড়া, ফ্লাইওভারের দুই পাশে অস্থায়ী দোকানপাট পুলিশের সামনেই ভোর থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়কে সিএনজি উঠানো হলে ভাংচুরের নির্দেশ রয়েছে। কিন্তু মহাসড়ক পারাপার এবং মহাসড়ক ঘেঁষে যাত্রী উঠানোর কারণে অটোরিক্সা ভাংচুর ও অন্যসব ব্যাপারে তিনি কিছু বলেননি।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই