তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেনাপোলে উদ্ধার ১৬৯টি রঙিন কচ্ছপ সাফারি পার্কে অবমুক্ত

বেনাপোলে উদ্ধার ১৬৯টি রঙিন কচ্ছপ সাফারি পার্কে অবমুক্ত
[ভালুকা ডট কম : ০৮ অক্টোবর]
বেনাপোলে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ১৬৯টি রঙ্গিন কচ্ছপ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টচায জানান, রোবাবার পাচারের সময় বেনাপোলের বারোপোতা সীমান্ত  থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ওই কচ্ছপগুলো আটক করেছে। পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে তা গ্রহণ করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। কচ্ছপগুলোকে তারকা কচ্ছপ বলে। বেনাপোলে আটক ‘বিরল’ প্রজাতির ১৬৯টি রঙিন কচ্ছপ অবৈধ পথে ভারত থেকে আনা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, একদল চোরাকারবারি কচ্ছপের একটি চালান নিয়ে পুটখালি সীমান্ত পার হয়ে বারোপোতায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান ওই চালিয়ে চালানটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি সুটকেস ও কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সুটকেস ও বস্তার ভিতর ১৬৯টি কচ্ছপ পাওয়া যায়। আটক ‘বিরল’ প্রজাতির এসব কচ্ছপের বাজার মূল্য ৮ লাখ টাকা বলে ওই কর্মকর্তা জানান তিনি। কচ্ছপগুলি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে রাখা হয়। পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় বলে জানান জাহাঙ্গীর হোসেন। বন সংরক্ষক (বন্যপ্রাণি) তপন কান্তি দে জানান, ৫ অক্টোবর তারা ওই কচ্ছপগুলে বুঝে পাওয়ার পর ৮অক্টোবর তা সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই