তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

দূরপাল্লার রকেট ছুড়েছে উত্তর কোরিয়া

দূরপাল্লার রকেট ছুড়েছে উত্তর কোরিয়া
[ভালুকা ডট কম : ০৭ ফেব্রুয়ারী]
দূরপাল্লার রকেট ছুড়েছে উত্তর কোরিয়া। সমালোচকরা বলছেন, নিষিদ্ধ মিসাইল প্রযুক্তির অংশ হিসেবেই এ রকেট ছোড়া হয়েছে।রোববার (০৭ ফেব্রুয়ারী) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলা হয়, কক্ষপথে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে পেরেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং গিউন জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩১ মিনিট) উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় বলে শনাক্ত করেছে তাদের একটি যুদ্ধজাহাজ।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার জাতীয় উড্ডয়ন উন্নয়ন প্রশাসন জানিয়েছে, কিম জং উনের নির্দেশে উত্তর ফিওঙ্গান প্রদেশে সোহাই স্পেস সেন্টার থেকে উৎক্ষেপনের দশ মিনিট পর পর্যবেক্ষণ স্যাটেলাইট কোয়াংমিয়ংসং-৪ কক্ষপথে প্রবেশ করেছে। এ মিশন সফল হওয়ায় আরও স্যাটেলাইট উৎক্ষেপনের পরিকল্পনা করছে সরকার।

উত্তরের এমন কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। দেশগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। রোববার দিনের শেষভাগে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

সিউল জানিয়েছে, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং আসলে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের নামে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল প্রযুক্তিরই পরীক্ষা চালিয়েছে বলে আশঙ্কা করছে দেশটি।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই